সুখ সায়রে ভাসানো আমার তরী
হাওয়া না পেয়ে রোমন্থনের পথে ,
অনাদৃত ওই পথে দিশেহারা ছবি
পথ ছাড়াই শুধু আকুতির সাথে ...
আড়ালে থেকে বলেছিলো যারা
'আমায় ছাড়া এ জীবনটা দুঃসহ,'
একে একে সবাই হারিয়ে গেছে
সবটা স্মৃতি চল-জীবনেের মোহ...
ওদের বিচরণক্ষেত্র বিরল বলেই
শূন্যতা যায় অসীমেরই গঠনে,
এখনো লিখি দৈনন্দিন দিনলিপি
পত্র-শব্দ দিয়ে কোলাহল-বুননে...