ছন্নছাড়া জীবন ধারা
বদলায় আর কই?
পরিচ্ছন্ন অগ্রগণ্য
হিসেব মতো ওই।
জটিলতা ছেঁড়া পাতা
সমাজ কূলে ধূপ,
নিমরাজি ভোজবাজি
আকাঙ্খিত রূপ।
সর্বনাশে সবাই ত্রাসে
বিজ্ঞ জনের শ্বাস,
অকুতোভয় জীবন জয়
মুক্ত করালগ্রাস!