কেউ কেউ বলে আমি চুপচাপ কেন?
উথলে পড়া ভাতের হাড়িও কিন্তু
মাত্র কয়েক মূহুর্ত আগে
চাল নিয়ে মাছের মতোই খেলা করে,
তারা সবাই যদিও তপ্ত,
এটাই হলো আদিম প্রথা তৈরি হবার...
আমি বারবার দেখেছি
আমার চারপাশে থাকা অসংখ্য সমস্যা
মিথ্যে প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে ;
আর সেই থেকে আমিও গুম মেরে আছি
কখন সবটা চাল একসাথে ফোটে,
তবেই না উথলে পড়বে একাধিক চাল...
সব প্রত্যাখ্যানের শিকড়গুলো তাই
এখনো আমি নীরবে গুছিয়ে রেখেছি ঠিক
একবুক প্রতিশোধের আগুনে ;
সাদাকালো সব চালই আমার একক,
সময় হলে প্রচণ্ডভাবে ধোঁয়া উদগিরণে
সবুজ মাটিতেই ঘটাবে অগ্নুৎপাত...