পথের রক্তিম নিশান উপেক্ষা করে
ছন্দেরা সব পথভোলা পাগল হয়ে ওঠে
অবসন্ন কোনো এক দিগন্তবেলায়,
মহুয়াবনে মনময়ূরী কখন হারিয়ে যায়__
একসময় আকাশের মেঘ কেটে
বাদলরাতও সমর্পণের কথাই বলে ওঠে...
গঙ্গার দুকূল ছাপিয়ে কয়েক দশক আগেও
ত্রয়োদশীর নিশুতরাতে দেখেছি
বান যেন ঢলে পড়েছে, এখন যা অতীত__
রেশমি বর্ণের কাস্তে ফালি চাঁদ
শ্যামলিমার বুক চিরে সৃজন করতো
একরাশ পলাশ রাঙা ফাগুন…
কৃষ্ণচূড়ার বাহারী শয্যায়
ঠোঁটের দুরন্ত লাল লজ্জার হাওয়াও
ছুটছে কিন্তু বানের তোড়ে
যা এতটুকুও শৈথিল্য পায়নি__
তবু কেন প্রশ্ন জাগে মনে, হয়তোবা
তা অবসর পেলেই ছুট্টে পালিয়ে যেতো...
রহস্যঘেরা আলো-আঁধারি রাতের মতোই
সব যেন কালান্তরের খেলা, রাতবেলা...