বিশ্বস্ত উইকেট রক্ষক
কাছের মানুষটিকে সুযোগ পেলেই
স্ট্যাম্প আউট করে,
বাইরে পা বাড়ানোর জো নেই...
কবিতাও যেনো আপনার পরিমন্ডলে,
কোনো এক ব্যারিকেটের আওতায়
বারবার হোঁচট খাচ্ছে,
এগোনোর পথ খুঁজেই হিমশিম...
পরাধীনতার শিকলে বন্দী হয়েও
পারস্পরিক কথোপকথনে সব আদর্শবাদী;
থেকে থেকেই রাজপথে হৈ হট্টগোল
স্বাধীনতা চাই..ই চাই, মোড়কে রঞ্জিত...
অসহায় মানুষের আর্তনাদ কুলুপ আঁটা,
বাধ্য ছাত্রের মতো কিছু খেঁজুরে আলাপ__
মুক্ত হবার সাধে কিংবা মুক্তির বিভ্রমে,
সংবিধানের ধারা পাখির নজরে...