রবীন্দ্র-বাণী গেহ খেকে দিগন্ত মাঝে,
ভেসে চলে গেলে, বিষাদী সুর বাজে।
করুণ সে অবস্থান ভোলা যায় না যে।

এতটুকু  সময়ও তো  পেলাম না কেউ,
ভিজে মনসাগরে বয় উত্তাল এক ঢেউ!
ভব খেলায় পেলে বলো,কী এমন মউ?

বাঁধা গেলো না, পার হলে এই সাঁকো;
বন্ধু চির শান্তিতেই তুমি নাহয় থেকো!,
কালসিন্ধুর মায়াতে  মোহমুক্তি এঁকো।

হঠাৎই চলে যাওয়া  বড় ধাক্কা  দেয়।
অসহায় ভাবে শুধু দেখে  যেতে হয়।
প্রিয়জন - অমৃতের  সন্ধানেতে যায়।


***********************


***রবীন্দ্র-বাণী কুঞ্জ নিবাসী বন্ধুপ্রবর
শিবাজী গঙ্গোপাধ্যায়ের আকস্মিকভাবে
মহাপ্রয়ানের জন্যেই এই রচনা।