যেখানে সেখানে যখন তখন
ইচ্ছেমতো বেঁকতে শিখিনি,
তাই রামধনু হয়ে
স্পর্শ করতে পারিনি,
আকাশের এপার ওপার...
নিরুত্তাপ ঘরের কোণে বসে বসে
যখনই সৃজনশীল কাজে হাত লাগাই,
বাইরের জগত নিয়ে থাকা-
হয়তো এককালীন বন্ধুরাও এসে,
তুষের আগুন ছড়িয়ে যেন আনন্দ পায়...
তবুও নির্বিবাদী কণ্ঠে বলে যাবো,
স্নান করার আগে চারপাশে
জমে থাকা ময়লা সরিয়ে নাও,
মনে রেখো, থাকতে কেউ আসেনি এখানে!
যাবার আগে শুদ্ধজলে ডুব দিয়ে যাও...