বইপোকা আদৌ বইপোকা নয়!
তাই তাদের জন্যে বরাদ্ধ স্প্রে,
অথচ বইপোকার বেশ কদর কলেজ স্ট্রিটে,
আর এখন তো আকছার বইমেলা
যদিও সেখানে ফুচকারই বিগ বাজার...
এখন আবার নয়া আইটেম-
হোমমেড পাটিসাপটা-পুলির বাহার,
তাও আবার ছোট ছোট
না বেচা কবিতার পাতায় জড়ানো,
মাঝখানে মঞ্চে কবিদের কবিতা পাঠ
নিন্দুকেরা বলে, শোনার মানুষ কম...
বইপোকারা কিছু নাম না জানা সপে
কিম্বা নামীদামি দু একটা পাবলিকেশনে...
এভাবেই ক্রমবর্ধমান বইপোকার ধোঁকা।