সজল শ্যামল সেই মেঘের আনাগোনায়
বাদলা মনে শাওনের নীরব সন্ধ্যায়
ডাকবাক্সে মাঝেমাঝেই হলুদ ছোঁয়া খাম
বিয়ের পক্ষ মনে করায়, চঞ্চলতা বাড়ায়...
খাম হতে দুরন্ত সব প্রজাপতির ঘোরাঘুরি
ডানাতে বিছোনো যার রঙিন বালুচরী
কারো আবার পুষ্পধনুর থেকে সদ্য পাওয়া
রেণুকণার লজ্জাটি বাহারী...
পারের নাগাল না পাওয়া রঞ্জু, কাজ সেরে
অভ্যাসবশতঃই যেন স্বপ্ন জগতে ঘোরে
ছাব্বিশের যুবা ও উনিশের যুবতী সংবাদে
ডাক খুলে স্বপ্নীল লেখা, মন দিয়ে পড়ে...
সামান্য পেনশনার বাবা, কুয়াশা ঝাপসা চোখে
বৃষ্টি বিধুর দৃষ্টি নিয়েও শ্যামলা মেঘ দেখে
রঞ্জুর এ জীবন কথা নিত্য নিয়মিত
সন্ধ্যাতারা বিষন্ন চোখে গোধূলি লগ্ন আঁকে...