তোমার এলোমেলো কথাগুলোর বিনুনি
বাঁধতে বাঁধতে এগিয়ে যাই
দেহবল্লরীর কাছ বরাবর, এখনো যা খোলামেলা...
পাঠিয়েছিলেম সেই রাতজাগা পাখিকেও,
সে কিছুটা কাণ্ডজ্ঞানহীন ভাবেই
কখন যেন পাশ কাটিয়ে উড়ে গিয়েছে...
সব কথার বাঁধুনি নিয়ে কবিতা হয়না,
পাখিরা অসংকোচে ঘর বদল করে
স্বাধীনতা যে ওদের ঠোঁটের ডগায়...
মায়াজোছনায় বনবাদাড় যখন ঝলমল করে
তখনও কিন্তুু আমার শেকলবাঁধা জীবন,
তাই সেই সমুদ্র নিস্তরঙ্গই থাকে...
আজও কালসমুদ্র তার সমস্ত তর্জন গর্জন
আপন অবয়বের মধ্যে লুকিয়ে রেখেই,
অনবরত পাশ ফিরে কূল খুঁজেই বেড়ায়...