দু'একটা তারার কুঁচি লুফছে বনজঙ্গল,
যদিও জোরে ফুটছে চোরকাঁটার মতো
শুষ্ক এ ধরা আজ যা ভাবছে, ভরা ছল,
অবস্থা পর্যবেক্ষণে ওই বৈজ্ঞানিক রত!
প্রতিটা রাতই কপালে দেখছে ভবিষ্যৎ
আবলুস কান্না যেন লবঙ্গ সুবাসে ব্যস্ত,
আকাশের হাতের বাইরে, তবু কক্ষপথ,
ভুলের নিশানে ঘরে ফেরা যানেরা ত্রস্ত।
গলার পিপাসা চায় শুধুই সুশীতল জল
সেখানে জলশেষের এক বিশাল কার্টুন
তবুও পৃথিবী সর্বংসহা,জলবতীর কল?
মরুভুমি নিশানায় নেই কোনো ফাল্গুন।
বিষন্নতাই দাবানল হয়ে আঘাতে প্রস্তুত
মাটি আর কতবার বলো থাকবে উর্বর?
সচেতন আদৌ এরা নয়, এটাই অদ্ভুত!
মনে পরে ডায়নোসরও ভুলেছিলো ঘর।