চরণ ধুলো মাথা নত
করতে শেখায় জানি,
গুরুজনের কথা এখন
কজনে আর মানি?
পত্রালাপে খবর নেয়ার
রীতি আজও আছে,
শুভ বিজয়া কথার মানে
আমরা সবার কাছে।
কর মর্দন নিজের হাতটা
সবার হাতে মেলায়,
এই ভাবেই সবার মনে
মানবতা জাগায়।
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
কোলাকুলি চলে,
পরের বোঝা আপন করে
শেখার কথা বলে।
স্নেহাশিসে বড়র কাছে
ছোটও মূল্য পায় ,
তুচ্ছ ব্যপার মোটেই তা নয়
মূল্য কে না চায়?
প্রণাম জানাই জোড়া হাতে
অনন্ত আত্মারে,
এমনি নানান ভঙ্গিমাতেই
মনুষ্যত্ব বাড়ে।