বছর ঘুরে গেলো  বিচারের আশায়,
ভাসছি সাগর রেখে দূর,মহাসাগরে।
আজব দুনিয়ায় সবাই বিচারই চায়,  
বছর ঘুরে গেলো বিচারের আশায়!
দোষীর খুঁত খুজলে শাসক ধমকায়,
রাজধানী হতে বিচার ফেরত নগরে!
বছর ঘুরে গেলো  বিচারের আশায়,
ভাসছি সাগর রেখে দূর,মহাসাগরে।