মনটা করো রাখাল রাজা
সৃষ্টি সুখের উল্লাসে,
সমৃদ্ধ হোক না জীবন
দৃষ্টি জাগুক উচ্ছাসে।

নয় নগন্য যাকিছু কাজ
সবটা মূল্যবান,
বিন্দুজলে সিন্ধু মেলে
জীবন হয় মহান।

কালসমুদ্রে ভাসতে হলে
মুঠোয় রাখ প্রেরণা,
সরল সফেদ স্পন্দনে হোক
নিত্য নুতন চেতনা।

ন্যায় অন্যায় থাকুক দুহাতে
বিচার শুধুই মস্তকে,
অহম ছেড়ে ঘা দাও জোরে
তবেই জীবন ঝকঝকে।