ভোরের আলো লাগছে ভালো
আকাশবাণীর সুরে,
ঝাঁঝরি হাতে গাছের সাথে
হোলির বাঁধন জুড়ে।
রঙ বেরঙের হাজার ফুলের
টানে মধুপ আসে,
সুপুরি ফুল গন্ধ মুকুল
ছড়ায় ছাদের পাশে।
দূরের থেকে মায়ের ডাকে
পাশের বাড়ীর খোকা,
নিয়ম করে ঘুমের ঘোরে
নিত্যই খায় বকা।
এসব দৃশ্য নয়তো নিঃস্ব
ঘটনা বহুল ব'লে,
তার মধ্যেই মন দিয়ে ওই
গাছের যত্ন চলে।