ফুল বড় লাজুক তার যত্ন করা শেখো,
নিষ্পেষিত করে তায় আঘাত দিয়ো না।
সৌরভ দেবেই যদি তা তরতাজা রাখো,
ফুল বড় লাজুক তার যত্ন করা শেখো।
দূর্বল বলে সে যাতে না শুকোয় দেখো,
অনর্থক অত্যাচারে মন ভরিয়ো না!
ফুল বড় লাজুক তার যত্ন করা শেখো,
নিষ্পেষিত করে তায় আঘাত দিয়ো না।