মুখের জন্যে মুখোশ, না কি
মুখোশে মুখ ঢাকাঢাকি
সাপুড়ের বিষে বাদবাকি
তবু নিরালায় পথচলা...

চিত্র আঁকা উইপোকার
ঘর ভাঙ্গার ইচ্ছে ধোঁকার
অপেক্ষা মৃত্যু উপত্যকার
তাও নিশ্চিন্তে ঘর-ভোলা...

সময় বুঝে আক্রমণে
সমস্যা জলদি গোপনে
আজ নির্ভিক পদচারণে
শুধুমাত্রই অবহেলা...

ভাবনা থে‌কে ভাবনায়
হাঁটুজলে ডুব দেয়
যুদ্ধংদেহি পরিচয়
অস্ত্র নিয়ে জং তোলা...