আলোর ধুলোয় বাসন্তী চোল
জলসাঘরেই সোনালী রাত,
বুকের গহীনে মাদল বোল
তবু গিয়েছে সরেই হাত।
হাতের মুঠো কোথায় শিশির?
বেনারসীতেও জরির দাগ,
মেঘ বলে যায় ক্লান্ত নিশির
সিঁথিপথেই ছড়ানো ফাগ।
এরপর এলো ভাঙ্গার শব্দ
সাগরে মিলায় উথাল ঢেউ,
বর্ষার রাতে হয়েছি জব্দ
তাও ভেবে যাই ওপাশে কেউ!