মন চায় তাই এখনও লিখেই চলি
লেখার কলমে নিষিদ্ধ লাল কালি
ব্যঙ্গকরে পূর্ণিমা চাঁদেরই অন্ধগলি...
সেতুবন্ধনে কোথায় কাঠবিড়ালী?
খাঁচায় পুরে রাখি যন্ত্রণা যতনে
মনন দহনে বিম্ব। অনাদি গহীনে
অরণ্যসুখ শুধু ব্যথা বয়ে আনে...
ভাঙ্গা চাঁদের ইতিহাস কেবা জানে?