সাঁকোর মাঝামাঝি পৌঁছুলে
দেহ কেমন যেন ভারি মনে হয়,
সেখানেকার নিথর হাওয়া
নীচের কালোজল, আর
দুপারের আস্ফালনই করে টলোমল।
বহু রাজি-অরাজির দ্বন্দ্ব অহর্নিশ
সাঁকো পেরিয়ে যেতেও পরামর্শ সীমাহীন;
কখনো কখনো হয়ে যায় পাগলার দর্শন!
সব মিলিয়ে পার হবার এক দুরন্ত নেশা,
যেন ওপারেই রয়েছে একবুক নিঃশ্বাস।
যাবার সময়ে দেখি ওপরের থেকে
কালোজলে অসংখ্য সরীসৃপ;
মাঝে মাঝে মনে হয়
উপরিভাগের সেই সোনা রোদ্দুরে,
ঘামে গা ভিজিয়ে কাটাই অবসর।