প্রতিটা অক্ষরই সে সাজিয়ে রেখেছে!
বারবার যদিও অনেকেই দেখেছি-
দু একটা পাপড়ি কুড়িয়ে
অস্বচ্ছন্দে ইতঃস্তত ছড়িয়ে ছিটিয়ে
কেউ কেউ সাজানোর অবান্তর চেষ্টা করেছে,
বোঝাই যায় সব
ওই আনকোরা হাতে পুতুলের নাচ...


নতজানু হয়ে অনেকবার প্রার্থনা করেছি,
তাকিয়ে দেখেছি তোমার আকাশ,
ভিক্ষুকের ঝুলি কিন্তু ভরেনি একটুও
যতক্ষণ পেরেছি কেবলমাত্র
তোমার পথেই ঘুরে বেড়িয়েছি,
উত্তরণের সিঁড়িগুলো শুধু উপহাস করেছে,
তোমার জগতে পাওয়া স্মৃতি মোছেনি এতটুকু...

একবার খোলা জানলায় হাত বাড়ালাম।
বুঝলাম বৃষ্টির ছোঁয়া কখনোই
কারুর একার নয়,
সেই থে‌কে নতুন করে চলা শুরু হলো,
বুঝলাম তোমার অস্তিত্ব এগুতে সাহায্য করছে!
কাঁপন তোলা নতুন নতুন সরগমে
সরগরম হলো যেন দুনিয়াটা...