গতির ক্ষতি জীবন পারের ধাক্কায়,
সমুদ্রে ঝড় উথাল লহরে তোলপাড়।
এক লহমা মুক্তির আশা চমকায়,
গতির ক্ষতি জীবন পারের ধাক্কায়।
অর্ধনমিত জীবন লিপি শংকায়,
মুখ থাকে না নতুন ভাবনা গড়বার।
গতির ক্ষতি জীবন পারের ধাক্কায়,
সমুদ্রে ঝড় উথাল লহরে তোলপাড়!