নগ্ন হবো নাফা খাবো
দীন দুনিয়ার নাভিশ্বাস,
মৌন থেকে বিবেক রেখে
নির্বিবাদেই করছে বাস।
মেরুদণ্ডের ঠান্ডা হাওয়ায়,
বন্ধু লোকও চমক জাগায়।
সাপ-নেউলে কাদায় জলে
একত্রে আজ করছে ত্রাস,
লোভ লালসা ভাসা ভাসা
কুক্ষিগত মুনাফা রাশ।
এসব নিয়েই বেনিয়ারাজ,
পরছে মাথায় মস্তো তাজ।