এক বাউলের একতারাটা সাজে
বুকের মাঝে,
যখন তখন ওঠা নামা খুব
ডুবডুবাডুব,
গোপন কোণায় মনের টান
যেন বকুল ঘ্রাণ।

হৃদয় জুড়ে আছো বলেই জব্দ
সেই হৃদি শব্দ,
তাও অবিরাম জ্বলছে তুষের আগুন
মানেনা কানুন,
দূরভাষেই চলে হালকা কথন
দুপুরে নির্জন।

পৌষালি বেলা নিমেষে হারায়
আলো নিভু নিভু প্রায়,
পিঞ্জিরা সেই মন্ত্রমুগ্ধ টানে
লুকায় সংগোপনে,
হৃদয় তৃষায় শীত-গোধূলির আলো
শূন্য হলেও ভালো।