চক্ষু জুড়ে স্বপ্ন ছিলো
নজর ভরা জল,
স্বর্ণ শিকল বেঁধেও দেখি
খোলে নি তার মল।

ঘোমটা দিয়ে সুখ খুঁজেছে
মুঠোয় ভরা দুখ,
আবছা বুকে স্মৃতির পাতা
চলছে ধুকপুক।

লণ্ডভণ্ড করলো জীবন
গেলো গেলো রব,
পঙ্গপাল খাচ্ছে লুটে
যৌবন উৎসব।