আবার যদি দেখা হয় কোনদিনও
মিশকালো ওই উথাল নদীর পারে,
চোখটা কি আর রাখতে পারবে চোখে?
বলবে কিভাবে কান্না ভেজা গলায়
"কেমন আছো"?
বাদল ঝরা দিনটা আবেশে ভরা
ঝড়ো আকাশটা লাল সীমন্ত যেন,
কালোমেঘ মিশে ঘন কালো ওই চুলে
সিঁদুর রাঙা মুখ উদাসীন সুরে বলছে,
তুমি দূরে।
তোমার মধুর হাতটি কাছে পেলে
দুহাত দিয়ে নিশ্চিত হাসি হেসে,
মুখের পাশের কুন্তল ঘেঁষে শেষবার
বলতে বড়ই ইচ্ছে ছিলো আমার,
তোমাকেই ভালবাসি।
অভিশপ্ত এ দিন কাটে না আর
আজও বলবো তুমি যেন হও সুখী,
আবারও আনন্দে ফুটুক রাঙা গোলাপ
এ ভাবনাটুুকু নীল সাগরের ঢেউ,
সেখানে আমার প্রশ্ন থাক না থাক।