দেয়াল আছে  আয়না আছে,
বসত আমার  হারিয়ে গেছে,
জবাব পাইনে  কারও কাছে।

কোথায় কোন নীল আকাশে,
লালপাহাড়ী   সবুজ   ঘাসে,
রোদ্দুর   যেন   বারোমেসে।

অন্ধকারে  দীপ   জ্বলে  না,
জীবন  এক   ঘন  জোছনা,
মেঘমল্লার   রাগ   বাজেনা।

দীপক   রাগের    স্বপ্নজাল,
নিম    ছায়াতে    দৃষ্টিকাল,
ঘুমিয়ে   থাকা   বসতহাল!

@@@@@ বিশেষ দ্রষ্টব্য : আগামী ০২/০৩/২৫
এর আগে একটু ঘুরতে যাবার জন্যে, লেখা পোস্ট
করা সম্ভব হবে না। অনিচ্ছাকৃত এই ত্রুটি ক্ষমার্হ।