শব্দের লুকোচুরিতে মন চুপচাপ
কবিতাকে বারবার চাই ঠিকানায়,
জোছনা রাতে চাঁদ খুঁজে একধাপ
এগিয়ে গেছো অভিষ্টের প্রেরণায়।
মায়বী রাত শেষেও সূর্য একদিন
নবোদয়ের প্রতিশ্রুতি দেয় বলে,
এখনো ঠান্ডা হয়নি ফুটন্ত ঋণ
ফুল নিয়ে প্রতিবাদ আজও চলে।
রোদ তোমার এলোপাথারি মাখি
সেই যেখানে কবিতা ডানা মেলে,
কল্পনায় বাস্তবতার গণ্ডিতে দেখি
মিছিল ব্যারিকেড ভাঙতেই বলে।