(লেখাটি মুছে গেছিল বলে দুঃখিত)
বর্ণ উচ্চারণের স্থান
অ,ক বর্গ,হসন্ত ,হ কণ্ঠে উচ্চারণ,
ই, চ বর্গ, ড়,শ করে তালু পরশন।
ঋ,ট বর্গ,ঢ়,ষ ধ্বনি পায় যে মুর্ধায়,
লি,ত বর্গ,র,স জানি দন্ত ছুঁয়ে যায়।
উ,প বর্গ উচ্চারিত ওষ্ঠ ও অধরে,
এ আর ঐ আসে কণ্ঠ তালু ধরে।
ও,ঔ কণ্ঠ ওষ্ঠে দন্তোষ্ঠ ব-কার,
চন্দ্রবিন্দু নাসিকায় আর অনুস্বার।
বর্গের পঞ্চম বর্ণ উচ্চারিত নাকে,
বিসর্গ আশ্রয়ভাগী যার তরে থাকে।
*******************************
এই লেখাটি কার আমি জানি না।
কিন্তু খুবই মূল্যবান। 1965 তে পাঠ্য
পুস্তকে পড়েছি। আজও স্মরণে
আছে। আমি চাই লেখা তার মর্যাদা
ও গুরুত্ব অনুসারে ছাত্র ছাত্রীর
কাজে লাগুক।
****-**********-*****************