মাপে গড়া গম্ভীর জীবন চায়
বাঁচার জন্যে কিছু মুক্তোজল,
সময়ে নিজবোধে ক্লান্তি ছায়
বাঁধনের সীমানায় নামে ঢল।
তখনও মৃদুভাষায় শোনা যায়
প্রতিবাদহীন ছেঁড়া ও তমসুক,
বীরত্বের আড়ালেই স্মৃতি পায়
অনায়াসে হজম করা ভুলচুক।
সময়ে এড়িয়ে চলার অভ্যেসে
জমতে থাকে মনছবির পাহাড়,
একসময় সাধুবাদ শিলান্যাসে
দেখি- খেলাঘর ভেঙ্গে চুরমার।