তোমার হাসি বন্দী ছিলো স্বচ্ছ মুকুরে
ভোরের আলো ঠিকরে পড়ে অন্তরে,
বেলা গড়িয়ে যায় তপ্ত হাওয়ায়
প্রতিমুখও একটু একটু তফাতে যায়,
নদী তীরের দৃশ্যান্তর, ওই নির্জন জলে...
হাঁটু অব্দি আলুলায়িত কেশে
সদ্যজাত বিকেলটা ভরায় আবেশে,
নুপুর বাজে রুমঝুম মনমন্দিরে
সময়কে অসহায় করে দিয়ে ছাড়ে,
সন্ধ্যা নামে, দূরে জোনাক জ্বলে...
ঘরে ফিরি রাতের অন্ধকারে
দুটি মন একান্তে নজরে,
হঠাতই রক্তিম এক চিহ্ন রেখে যায়
বিশ্বাস বয়ে চলে হাওয়ায় হাওয়ায়,
দিগন্তের শুদ্ধতা, এখন তারার কবলে...