সুতোয় বাঁধা সম্পর্কগুলো দেখলে মনে হয়,
পরস্পর পরিপূরক সম্পর্কের থেকে
আজগুবি ও অবাস্তব কিছু হয় কি না...
দুটো মন দুটো মেরু এবং ভিন্ন,
কেবলমাত্র সমঝোতার বেড়াজালই
কখনও কি যথেষ্ট বলা চলে তার মাপে...
ভালো ভাবে চেনা জানার আগেই,
পরিচয় কেমন যেন লাউ ডগার মতো
আষ্টেপৃষ্ঠে বাঁধনে জড়িয়ে দেয়...
কিছুটা ভাবার মতো মূল্যবান সময়গুলো,
সংসার সমুদ্রে ওঠা নামা ঢেউয়ের মতো
আকাশ পাতাল এক করে কখন ভেসে যায়...
চিন্তা সুত্রগুলো দানা পাকানোর আগেই
অবিশ্রান্ত সমস্যার ভীড়ে,
আর এক সময় যাওয়ার রথও কড়া নাড়ে...