তোমাকে চিনি না আমি,
ছেলেবেলা হতে বারবার কিছু না ভেবেই
আমার কথার ডালি নিয়ে হাতে
যতবারই গেছি তোমার কাছে,
তুমি হতাশ করেছো।
তবুও আমি শুধু তোমাকেই জানি,
নিরর্থক পদ্যহীন কথামালাগুলোকে
সামান্য সাজানো হলেই ছুটে যাই,
বলতে পারো এটা আমার জোরজুলুম!
সকলকে চেনা সহজ নয়, মেনেও।
আমার কিন্তু দৃঢ় বিশ্বাস,
তোমার কণ্টকাকীর্ণ জীবনের গলিতে
লেখাগুলো আঘাত করে মূহুর্মূহু,
এতো কিছুই আস্থা নিয়ে বলতে যদিবা পারি,
শুধু বলতে পারি না আজও কেন যে লিখে যাই?