অনেকদিন বাদে এখন কিন্তু মাঝে মাঝে
ঘুম ভেঙ্গে যায়, অসময়ে...
বৈপ্লবিক চিন্তার সুত্রপাত ঘটে এখানে ওখানে,
অসুখ আর বিচার না পাওয়ার সুর-
অপেক্ষা করে বাঁচার তাগিদে,
এসব দৃশ্যগুলো কিছুদিন আগেও
তেমন দাগ কাটতো না মনের গহীনে,
অথচ এখন বেশ সাড়া তুলছে...

পাশাপাশি হাঁটছে রাশি রাশি মানুষ;
চেতনার সুপ্ত প্রাচীরে অনুভব করছি ঝড়,
দীর্ঘকালের জমা বহু পুঞ্জীভূত ক্রোধ
ডানা মেলে উড়তে শিখেছে!
তপ্ত মাটির গহ্বর হতে উঠে আসা
সমতল বা অসমতলের ঘর্ষণে ঘর্ষণে-
হৃদয় বহুকাল বাদে আজ বারুদে মুখর...

সামনে এখনো বহুপ্রতীক্ষিত বিচারালয়...