ছন্নছাড়া মানুষগুলো
মানসিক হুঁশ চিবিয়ে খায়,
দৃষ্টিহীন পশুর মতই...
শব্দের কারচুপিতে
বড় হয় ছোট কিংবা উল্টোটাও!
সবই যেন একএকটি একলা একক...
হৃদযন্ত্রে নজরবন্দি
ঘৃণ্য বীজগুলো হাওয়ায় ওড়ে না,
তবুও শৈথিল্যে একদিন...
কেউ হয়তো একমুঠো প্রশ্নই
ছুঁড়ে দেবে অলিখিত নিয়মে কলম জোরে,
আর তখনই আয়নায় ধরবে ফাটল...