মূল্য তোমার বাড়াতে গিয়ে
বেসাতি ছেড়োনা,
রইবে বসে সব হারিয়ে
কিছুই পাবেনা।
এ মন জুড়ে যে তনুমন
সেও মিলিয়ে যাবে,
আপন মনে কাটাবে ক্ষণ
মিছেই দুঃখ পাবে।
সময় যাবে তার গতিতে
হিসেবে নেই ভুল,
ভাবনা শেষে মরা ভাটিতে
হবে সব নির্মুল।
তাই তো চাই ন্যায্য কথা
সেখানে ভুল চালে,
কাঁটার মত গলায় ব্যথা
বিঁধবে যাত্রাকালে।