খাপছাড়া ওই ছোট্টবেলা
উঁকি মেরে বলছে,
বড় হতেই তো চেয়েছিলি
এখন কেমন লাগছে?
নেইতো কাঁধে ব্যাগের বোঝা
অফিস পাড়ায় দিব্যি,
স্বপ্নে দেখা বাবার আপিস
আর কখনো ভাববি?
ইচ্ছেমতই কেন্ চকলেট
পয়সায় নেই ঘাটতি,
মিছেই কেনো ভাবতে বসিস্
কোথায় বা তোর কমতি?
কাঁধের ব্যাগটা হাতে এখন
তাই কি এতো ক্লান্তি?
কোনো কালই মনমতো নয়
কিস্যুতে নেই শান্তি।
দূরের থেকেই সবটা ভালো
ছোট্ট কিম্বা বড়,
যার যেটা নেই সেটাই দাবী
বৃথাই চিন্তা করো।