সেদিন কাব্য হঠাৎই বলেছিলো
নাব্যতা তোমার হচ্ছেনা সুগভীর,
ধীরস্থির হয়েই কথা দিয়েছিলাম
'ঠিক আছে, এটা নিয়ে ভাববো।'
এরপরে কলম চালানোর ফাঁক
মলমশূন্য প্রয়াস ছাড়াই চললো
স্বভাবত চাটুকারিদের ভীড়েতে
ভাবিলেখার বাজার বেশ গরম।
একদিন কিছুটা নীতিভ্রষ্ট পালে
বহূকষ্টেই চাপলাম অন্য খেয়ায়,
ঝাপসা তবুও কিন্তু পার চিনতে
কখনো আর সময় করিনি নষ্ট।
নদী থাকলে বাঁক থাকে জানি,
তবু যে কেন পাঁকে পদ্ম খুঁজি!
হয়তো এভাবেই দিকচক্রবালে
সময় কেবল বয়ে যেতে থাকে।