. বছর,
পা বাড়িয়ে
শেষ সীমায় দাঁড়িয়ে,
বারোর ঘরে কাঁটার মাপেই ;
নজর।
নজর,
ছিলো বেশ কিছুটা চাপেই,
আনুক নতুন স্থিতি
আসুক গতি ;
অঝোর।
(২,৪,৬,৮,২ ও ২,৮,৬,৪,২ মাত্রায় লেখা)