পুড়ে গেলেই সব ছাই;
সমস্যা থে‌কে যায় তবুও
কতটা পুড়েছে অবচেতন মনে,
আর কতটা পুড়লো সচেতনতায়...

কত স্বপ্নই তো রোজ পুড়ে যায়
হিসেব কে আর কই রাখে?
পুড়িয়ে ফেলার এমন নমুনা কিন্তু
নেহাত কম নয়...

জানি, সব পোড়ার জন্যে কখনোই
মোমবাতির মিছিল হয়না,
কিছু পোড়ার গন্ধের আড়ালে হয়তো
সিগারেটের ধোঁয়াও কাজ করে...

বিদ্রোহ মানেই কিন্তু বন্দুকের নল নয়
পরিবেশ অস্ত্রকে পছন্দ করে;
বাঁশিওয়ালার বাঁশিতেও দৈবাৎ বিপ্লব হয়,
আর সেটাই বুঝি বেশী ভয়ংকর...