মন ভেজানো স্মৃতি জল
চির কাঙ্ক্ষিত সময় নজরে,
কেউ আগে, কেউ বা পরে...
চারপাশেই অনর্গল
চেনা চেনা শব্দের ভীড়ে,
বিষাদ চিত্র বুক চিরে...
হৃদয়ের গভীর আলাপনে
কেউ বলে, কেউ বা চুপচাপ,
তা নিয়ে আমি নিরুত্তাপ...
নম্রতার প্রবল আলোড়নে
এগিয়ে যাই আশ্রয় সন্ধানে,
দেখি, শুধু একাই চেয়ে অন্বেষণে...