নিকোটিনে নয়,
আমি বুঁদ হয়ে আছি,
শুধু একাকিত্বের নেশায়, সারারাত।
বাকস্বাধীনতা! মৌলিক অধিকার!!
শোনা কথা।
আমার ক্ষেত্রে অপরিচিত কেউ...
ধ্রুবকের ভুমিকা নিয়েই,
হাসছে পরাধীনতা মিটি মিটি।
ক্রমাগত ডুবে যাচ্ছি এক অতল সাগরে,
কঠোর শাসনে বন্দিনী মন।
কী করে আর মিলবে প্রবাল?
না হোক অন্ততপক্ষে একটি শাঁখ,
খুব কম করেও....
কথায় বলে,
যতক্ষন শ্বাস ততক্ষণ আশ,
স্বপ্ন ভেঙে যায় বারবার,
কণামাত্র আশার আলো পাই না আঁধারে,
পাই না এতটুকু ভালবাসার ঘ্রাণ,
তন্দ্রা এসে চোখ মুদে দেয়....
ভৈরবে জাগে প্রভাতী সংগীত।
একঝলক আদুরে রোদ নিশপিশ করে,
চোখ মেলে দেখি কিছু স্মৃতিভরে,
ওরা একান্তই আমার জগতজুড়ে।
মন ছুটে যায় আলোর ঠিকানায়,
খুঁজে পাই এক নাম না জানা পাখির সন্ধান ...