কখন যেন রোজনামচায়
দুরন্ত মেঘের ঘনঘটা
স্থান কালের ফাঁক ফোকর দিয়ে
দেয়ালের ম্যাপ বদলে যায়,
ধোঁয়া উড়িয়ে ছুটে আসে রেলগাড়ি
আর একাধিক স্ন্যাপশটের কারুকাজ
দাড়িয়ে পড়ি অকারণে নিজের মুখোমুখি,
অথচ চেয়ে দেখি
প্লাটফর্ম পেরিয়ে যাচ্ছে
পরিচিত ঝমঝম বাঁশির আওয়াজ
যেটা দেখেছিলাম সেই পথের পাঁচালিতে!