আঁধার রাতে খুঁজে বেড়াই
স্বপ্ন যে নিশ্চুপ,
বকুল যুঁই গন্ধ ছড়ায়
পাইনে মুক্ত রূপ।
রাতের তারা অঝোর ধারা
ক্রন্দনে বিদ্রুপ,
এমনি করেই জীবন স্রোতে
স্বপ্নজালের কূপ।
রাত গভীরে বৃষ্টি অঝোর
চাঁদ আর ওঠে কই?
বৃষ্টি রাতের সৃষ্টি বড়াই
নৃত্যে তা থৈ থই।
শরীর ভেলা কাছ্ না পেয়ে
আড়াল করে ধুপ,
ধুলোর যাদু হর হামেশা
চরণ ধুলোয় চুপ।