সাধারনের সদ্ভাবনায়
প্রচারে নেই ঘাটতি,
একই মন্ত্রে দীক্ষিত সব
সেয়ানে-সেয়ান! কমতি।
সজ্জনের এই ভুল স্বাভাবিক
চারপাশে ভীড় মেলা,
সুজন বেশেও দুচারজনে
করছিল ঠিক খেলা।
যদিও ভীড়ের অধিকাংশই
ছিলো বদল পক্ষে,
তবুও পচা আলুর তেজে
হলো না শেষরক্ষে।
প্রাণ ভোমরা মুঠোয় পেয়েও
করলো মুঠো আলগা,
হয়তো বিষয় ভেবেছিলো
বেশ কিছুটা হালকা।
সুযোগ বুঝেই কুম্ভিরাশ্রু
মেললো আপন পাখনা,
ঐতিহাসিক ভুল মাশুলেই
এই রচনা থাকনা।