আসছে বোশেখ যাচ্ছে বোশেখ
শিলাবৃষ্টি কোথায়?
কাল বোশেখী মান করে কি
ছুটছে হেথা হোথায়?
বাড়ছে গরম এ.সির ধরম
ছাড়ছে গরম হাওয়া,
মানুষ অবুঝ কোথায় সবুজ
নেইতো কোথাও ছাওয়া।
পুকুর বুজে ফ্লাটের খোঁজে
জলাশয়ও সাবাড়,
জমছে না মেঘ উঠেছে না বেগ
নতুন বৃষ্টি ঢালার।
চললে এমন মরু ভ্রমন
দেখতে হয়তো হবে,
মরুদ্যানে খুঁজতে মানে
মরীচিকাই পাবে।