চেয়েই ছিলাম পথের ধূলোয়
পূর্ণ দৃষ্টি রেখে,
ভেবেছিলাম আসবে পথে
একরাশ ভুল দেখে।

নীরব জখম এড়াতে চাই
ফ্রেম জড়িয়ে থাকে,
স্থির চক্ষু ঠিক বলে দেয়
তলবে কে ডাকে?

দূরত্ব যাই মেপে মেপে
ছোঁয়াছুঁয়ির খেলা,
মিশুক পাখি ডানা নাড়ে
জানলা রাখি খোলা।

কালো লিপি ভুললো কলম
মনের দাগে মিশে,
হৃদয় তন্ত্র জাগায় মন্ত্র
পাইনে খুঁজে দিশে।

বকুল বনে আগুন জ্বেলে
সাজলো আলো ঘর,
রাত্রি ভোরে সূর্যোদয়ে
চিনি আপন পর।