কোন দিগন্তে আকাশ শুরু কিংবা কোথায় সারা,
ভাবতে ভাবতে  ছোট্ট খোকন  হচ্ছে দিশেহারা।
চোখের সামনে আকাশটাকে,
পলক   মাঝে  গোপন  রাখে,
অবাক তারার কল্প আকাশ, দুটি চোখের তারা।