খড়দা থানার  বড়বাবু জর্দা  খেয়ে তো কাবু,
চোর পুলিশে মালিশ করে আনলো দুধ সাবু।
পকেটমার    রাজকুমার,
চমকে দিয়ে ধরলো ঘাড়,
দুহাত দিয়ে  জল ছিটিয়ে  মাথায় ঘষে লাবু!

*************************
06/12/23 পর্যন্ত একটু বেড়াতে যাব। তাই
কদিনের ছুটি।