খোলা  মনে   গুনগুনে   গান  হলো  বাঁধা,
গাধার কি জ্ঞানআঁখি জানে, 'সেও গাধা'?
পাগল কি, 'ছাগল বলে
ছাগলের   কান   মলে'?
সাতপাঁচ ভেবেই নাচ ; জুড়ে  দিলো দাদা।